ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ধুরইল ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মহব্বত উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
১নং ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড: তোফাজ্জুল হোসেন তপু, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক (ছাত্রনেতা) খন্দকার আওরঙ্গজেব সবুজসহ ধুরইল ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানা করে দোয়া মোনাজাত করে জনগনের কল্যাণে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন তারা।
প্রিন্ট