রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১১ টায় সদর উপজেলা কৃষি অফিসে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
এ সময় ১০৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
প্রিন্ট