সাইফুল ইসলামঃ
নাটোর আদালত চত্বরে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে নাটোরে কর্মরত ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের রিপোর্টার কাউছার হাবীব বাদি হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়— ময়মনসিংহ রেঞ্জে সংযক্তু বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক স্ত্রী কে নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। এসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে নাটোরের গণমাধ্যম কর্মীরা কোট হাজতের সামনে উপস্থিত হয়ে ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার গণমাধ্যম ক্যামেরা পার্সনগণের ওপর হামলা করে।
এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন সংশোধনী ২০১৯ এর ৪ ধারা মোতাবেক দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন।
এসময় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোরের নাটোর প্রতিনিধি সাংবাদিক নেতা নাসিম উদ্দিন নাসিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হাসান, একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ঢাকা পোস্টের নাটোর প্রতিনিধি গোলাম রাব্বানী, এনটিভির নাটোর প্রতিনিধি হালিম খান, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, এখন টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন সহ নাটোরের তিন প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
থানা থেকে বের হয়ে একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও সাংবাদিক নেতা বুলবুল আহমেদ বলেন, একজন আসামি পুলিশ হেফাজতে থেকে ফ্রি স্টাইলে সন্ত্রাসীর মত হামলা করলো সাংবাদিকদের উপরে, হাতে কোন হাতকড়া কেন ছিল না। এমনকি তাকে কেউ ধরেও ছিল না। তাকে হাজতখানায় না রেখে কেন ভিআইপি মর্যাদায় বসানো হয়েছিলো কোট ইন্সপেক্টরের কক্ষের সোফায়। সাময়িক বরখাস্তকৃত এই পুলিশ সুপার নিশ্চয় আইনের উর্ধ্বে নয়। এতে কোট পুলিশের কর্মকর্তা এবং সাধারণ পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে। আমরা চাই আইনের শাসনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ধরে রাখার জন্য হলেও অভিযুক্ত সাময়িক বরখাস্ত এই পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ যদি কোন গাফিলতি করে আমাদের মামলা তদন্তে বা বিচারের ক্ষেত্রে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মিদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রিন্ট