সাইফুল ইসলামঃ
নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ, বুধবার (০৫ মার্চ) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে সিংড়া থানার একটি টিম অপারেশন ডেভিল হ্যান্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (৪২), লালোর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রিপন খান (৩৫), ও পৌর এলাকার ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন কে নিজ বাসা থেকে আটক করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অভিযানে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা সিংড়া থানা পুলিশ হেফাজতে আছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
প্রিন্ট