ওবায়দুল হক মানিকঃ
রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর স্ট্যান্ডিং কমিটি ফর পাবলিক ইমেজ এর সন্মানিত চেয়ারম্যান এবং প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সিনিয়র সহ সভাপতি এবং প্রথম আলো বন্ধুসভা রাউজানের সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশ এর বড় ভাই ও সংযুক্ত আরব আমিরাতের বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম (৭১)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা আড়াইটায় রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাটস্থ সৈয়দ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা এবং স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে, আমিরাতের আবুধাবীর মাফরাক তথা শেখবুথ হসপিটালে ২৩ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বেশ কয়দিন ধরে হার্ট, কিডনিসহ নানান শারিরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।
আজ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানে মরহুম শামসুল আলমের লাশ দেশে নিয়ে আসেন তাঁর ছেলে প্রবাসী জিয়াউদ্দিন ও প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ।
শামসুল আলম গত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মজীবনে নানান ব্যবসায়ে জড়িত ছিলেন। তিনি বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার গুরা মিয়া সওদাগরের ছেলে এবং বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার, প্রথম আলো বন্ধুসভা রাউজান ও রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা কাদেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আলমগীর রেজা কাদেরী।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত মরহুমের স্মৃতি চারণ করেন মরহুমের ছোট ভাই প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বশর আল কাদেরী, প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
জানা যায়, অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা রাউজানের সভাপতি রাউজান টাইমস ও প্রিয় কাগজের ব্যবস্থাপনা সম্পাদক ব্যবসায়ী মুহাম্মদ জিয়াউর রহমান, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরসহ আরও অনেকে প্রমুখ।
প্রিন্ট