মানিক কুমার দাসঃ
ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা চরকমলাপুর রাস্তায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
.
আজ শুক্রবার বিকেল পাঁচটায় ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের সাধারণ জনগণের ব্যানারে সাবেক নিষিদ্ধ ঘোসিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি অভিকের নেতৃত্বে ২১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির অফিস ভাংচুর করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
.
উল্লেখ গত ২ মে (শুক্রবার) বিকেল ৫ টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি অভিকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ২১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সহ নায়েবা ইউসুফের ছবি ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র এবং আসবাবপত্র তছনছ করে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জড়িত ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
.
বক্তারা বলেন গত ১৭ বছরে ছাত্রলীগের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করছে ।এখন তাদের এ অত্যাচার সহ্য করা হবে না তাদের প্রতিহত করা হবে। এ সময় ২১ নং ওয়ার্ডের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রিন্ট