মোল্লা জসিমউদ্দিনঃ
উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে বসলো নিউজ কলকাতা সাহিত্য পরিবারের তরফে ত্রৈমাসিক সাহিত্য আসর। রবিবার এই সাহিত্য সভাটি উদঘাটন করেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।
.
প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক তথা কলকাতা হাইকোর্টের ‘নন এডভোকেট মিডিয়েটর’ মোল্লা জসিমউদ্দিন। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন সমাজসেবী অমরচাঁদ কুন্ডুসহ অন্যান্য গুণীজনরা।
.
“রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি- সাহিত্যিক – বাচিক শিল্পী- সঙ্গীত শিল্পীরা যোগ দান করেন’ বলে জানিয়েছেন নিউজ কলকাতা সাহিত্য পরিবারের সম্পাদক কাজী হাফিজুল ইসলাম।
.
সাহিত্য সভার প্রধান অতিথি তথা কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান ” প্রতি বছর আমরা ৩ রা মার্চ পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে এক সাহিত্য আসরের আয়োজন করে থাকি। সেই জায়গায় নিউজ কলকাতা সাহিত্য পরিবার দীর্ঘদিন ত্রৈমাসিক সাহিত্য আসর চালাচ্ছে তাও রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে। তা সত্যিই অভিনন্দন যোগ্য।”
প্রিন্ট