মোঃ ইনামুল খন্দকারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার বিকেল ৫ টায় মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মধুখালী উপজেলার সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে তাদের পক্ষ থেকে সবধরনের সহযোগীতার আশ্বাস দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী’র মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন মোল্লা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মো. আলীমুজ্জামান, মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নৈওশের চৌধুরী, মধুখালী পৌর শাখার সভাপতি মওলানা মো. রেজাউল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুব জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি জাহিন বিন সিরাজ, প্রমুখ এবং সাংবাদিক বৃন্দ।
প্রিন্ট