মো: হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের আম্বিয়া কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসাইন, সদস্য সচিব খন্দকার সোহেল সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হবে। দুঃসময়ে যারা দলের জন্য শ্রম দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে সামনের কমিটিগুলোতে মূল্যায়ন করা হবে।
প্রিন্ট