ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লন্ডনে এবারে একুশের প্রভাতফেরি শনিবার ২২ ফেব্রুয়ারি

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি

 

এ বছর প্রভাতফেরি ও শিশু-কিশোরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। এরপর নজরুল সেন্টারে দুপুর ১২ থেকে বিকেল পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং বিলেতের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

গত ১৯ ফেব্রুয়ারি একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কর্মসূচী ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিলেতের বেড়ে উঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছে সংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারেন না, বিশেষ করে শিশু-কিশোররা আসতে পারেনা আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনের পাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে। প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরি হওয়ার কথা থাকলেও বিলেতের আবহাওয়া ও শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় আমরা ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরি করে থাকি। অর্থাৎ প্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

 

শহীদ দিবসে একুশের প্রভাতফেরি ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্ম এবং অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে। পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্মবোধক গান।

 

তারা আহ্বান জানান, একুশের চেতনায় উজ্জীবিত বিলেতের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে শিশু-কিশোরদের সাথে নিয়ে শনিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রভাতফেরি এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে যোগদান করার।

 

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ও বক্তব্য রাখেন প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এডভোকেট আবেদ আলী আবিদ, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, আ ক ম চুন্নু, ফেরদৌসী রওশন লিপি, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লন্ডনে এবারে একুশের প্রভাতফেরি শনিবার ২২ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি

 

এ বছর প্রভাতফেরি ও শিশু-কিশোরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। এরপর নজরুল সেন্টারে দুপুর ১২ থেকে বিকেল পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং বিলেতের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

গত ১৯ ফেব্রুয়ারি একুশের প্রভাতফেরি উদযাপন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কর্মসূচী ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিলেতের বেড়ে উঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে থেকে একুশের প্রভাতফেরি আয়োজন করছে সংগঠনটি। বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপিত হবে প্রভাতফেরি। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারেন না, বিশেষ করে শিশু-কিশোররা আসতে পারেনা আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনের পাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে। প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরি হওয়ার কথা থাকলেও বিলেতের আবহাওয়া ও শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় আমরা ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরি করে থাকি। অর্থাৎ প্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

 

শহীদ দিবসে একুশের প্রভাতফেরি ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্ম এবং অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে। পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্মবোধক গান।

 

তারা আহ্বান জানান, একুশের চেতনায় উজ্জীবিত বিলেতের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে শিশু-কিশোরদের সাথে নিয়ে শনিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রভাতফেরি এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে যোগদান করার।

 

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ও বক্তব্য রাখেন প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এডভোকেট আবেদ আলী আবিদ, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, আ ক ম চুন্নু, ফেরদৌসী রওশন লিপি, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ।


প্রিন্ট