ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে এবং বিভিন্ন আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের ভাষ্যমতে ঘোষিত আসনগুলোর মধ্যে অত্যন্ত সম্ভাবনাময়ী ও শক্ত একটি আসন হলো কুষ্টিয়া-৩ (সদর) আসন। প্রার্থীর গণযোগাযোগের উদ্দেশ্যে গতকাল শনিবার দুপুর তিনটায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হয় প্রার্থীসহ মোটরবাইকে শোভাযাত্রা। এই শোভাযাত্রায় কুষ্টিয়া শহর জামায়াতের প্রায় সহস্রাধিক মোটরবাইক অংশগ্রহণ করে।
মোটরবাইক শোভাযাত্রার সময় বাইকগুলো বাংলাদেশের জাতীয় পতাকা, জামায়াতের দলীয় পতাকা সহ অধ্যাপক ফরহাদ হুসাইনের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। শোভাযাত্রার সামনে ছাদখোলা গাড়ি থেকে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে শহরবাসীকে শুভেচ্ছা জানাতে থাকেন অধ্যাপক ফরহাদ হুসাইন। তার নেতৃত্বে এই শোভাযাত্রাটি চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে মজমপুর, ত্রিমোহনী, এনএস রোড ঘুরে এসে সরকারি কলেজ মাঠে প্রথম দফায় শেষ হয়।
সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রার্থী বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল, তারা সকল স্তরের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ তথা সুবিচারের বাংলাদেশ গড়ে তুলবে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সকলে তার অধিকার বুঝে পাবে, সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম কায়েম হতে দিব না, সরকারের সকলকে জবাবদিহিতার অভ্যাসে অভ্যস্ত হতে হবে। পরিশেষে, অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তিনি কর্মীদের নিয়ে সরকারি কলেজ মসজিদে আছরের নামাজ আদায় করেন। আছরের নামাজ শেষে আবারও মোটরবাইক যাত্রা হয় যা ঢাকা হাইওয়ে ঘুরে মোল্লাতেঘরিয়া দিয়ে শহরের নিশানমোড়ে এসে শেষ হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর জনাব এনামুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘোষণা করেন। অধ্যাপক ফরহাদ হুসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য।
প্রিন্ট