ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাক ও বাই সাইকেলের সংঘর্ষে এক মাদ্রাসার শিক্ষকের নিথর দেহ পড়ে ছিল সড়কের উপর।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় মওলাহাবাসপুর সড়কে ভাটা পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, আহম্মেদ শরীফ ভেড়ামারা বাসাবাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় সমিতি মোড়ে একটি মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহম্মেদ শরীফ বাইসাইকেল যোগে ভেড়ামারা উপজেলার সমিতিমোড়ে একটি মাদ্রাসায় ছেলে-মেয়েদের পড়াতে যাচ্ছিলেন। ভাটা পাড়া নামক স্থানে পৌঁছালে পিছন থেকে ড্রাম ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আহম্মেদ শরীফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
প্রিন্ট