ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

স্কুলের সামনে শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ট্রলিতে আগুন

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হোসেন তার দাদি।

 

এই দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

 

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তিনি বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। অবৈধ যানবাহন গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচল করার অনুমতি নেই বলেও জানান তিনি।

 

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় মামলা হবে। আমরা সড়কে এ ধরনের যানবাহন বন্ধের চেষ্টা চালাচ্ছি।

 

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে আছেন বাবা মো. সোনা। আদরের সন্তানের মরদেহের দিকে নির্বাক তাকিয়ে আছেন এই বাবা।

 

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

স্কুলের সামনে শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ট্রলিতে আগুন

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হোসেন তার দাদি।

 

এই দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

 

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তিনি বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। অবৈধ যানবাহন গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচল করার অনুমতি নেই বলেও জানান তিনি।

 

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় মামলা হবে। আমরা সড়কে এ ধরনের যানবাহন বন্ধের চেষ্টা চালাচ্ছি।

 

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে আছেন বাবা মো. সোনা। আদরের সন্তানের মরদেহের দিকে নির্বাক তাকিয়ে আছেন এই বাবা।

 

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।


প্রিন্ট