ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় সর্বপ্রথম ঘোড়ায় চড়িয়ে প্রেসক্লাব প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের গৌরবময় ৪১ বছর পূর্তি উপলক্ষ্যে এর প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে (৬৭) সজ্জিত ঘোড়ায় চড়িয়ে বার্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুষ্টিয়ার ইতিহাসে এই সর্বপ্রথম কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দেয়া হলাে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।

পরে পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৭২ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করা বকুল চৌধুরী ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক বাংলাদেশ পত্রিকায় জ্যৈষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, ৬৭ বছরের জীবনে এমন সম্মান কখনো পাইনি, আমি খুব খুশি। তিনি নতুন প্রজন্মের ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, এ অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা বার্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে রাজকীয় সংবর্ধনা প্রদান করেছি।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি আনিসুজ্জামান ডাবলু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। এই অনুষ্ঠানটি ইতিহাস এবং অনুসরণীয় হয়ে থাকবে।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান এবং বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় সর্বপ্রথম ঘোড়ায় চড়িয়ে প্রেসক্লাব প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের গৌরবময় ৪১ বছর পূর্তি উপলক্ষ্যে এর প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে (৬৭) সজ্জিত ঘোড়ায় চড়িয়ে বার্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুষ্টিয়ার ইতিহাসে এই সর্বপ্রথম কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দেয়া হলাে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।

পরে পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৭২ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করা বকুল চৌধুরী ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক বাংলাদেশ পত্রিকায় জ্যৈষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, ৬৭ বছরের জীবনে এমন সম্মান কখনো পাইনি, আমি খুব খুশি। তিনি নতুন প্রজন্মের ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, এ অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা বার্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে রাজকীয় সংবর্ধনা প্রদান করেছি।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি আনিসুজ্জামান ডাবলু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। এই অনুষ্ঠানটি ইতিহাস এবং অনুসরণীয় হয়ে থাকবে।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান এবং বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা।


প্রিন্ট