ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচ সংগঠনের পর পর ২বার সভাপতি। মধ্যবাজার চলন্তিকা ক্রীড়াচক্র’র সভাপতি। ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির কোষাদক্ষ মাসুদ রানা মামুন আজ ৯ জুলাই শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটের সময় ঢাকা ডি.এন.সি.সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন) ।
সে ভেড়ামারা মধ্যবাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
তার হৃৎপিন্ড ও মস্তিস্কে রক্ত প্রবাহ ব্যাহত হয়ে হার্ট ষ্ট্রোক করে দেহঘড়ি বন্ধ হয়ে মারা যায়। তিনি ১ ছেলে, ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মরোদেহ ফারাকপুর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ঊল্লেখ্য, ১৭জুন থেকে অসুস্থ ছিলেন মামুন। ২৮জুন সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঐদিনই কুষ্টিয়া সনো টাওয়ারে বাপ্পী ডাক্তারকে দিয়ে দেখালে করোনা বলে শনাক্ত করা হয়।
এসএসসি ৮৮বন্ধুবর কর্নেল মিঠুলের সহযোগীতায় পরে মামুনকে গত ২জুলাই রাত ৩টার সময় ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ১১নং বেডে তার সু-চিকিৎসা সেবা চলছিলো।
সেখানে তার অবস্থা একটু অবনতি হলে গত ৪জুলাই দ্রুত অসুস্থ মামুনকে ডিএনসিসি ঢাকা মহাখালী ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ৭ জুলাই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
হাজী মাসুদ রানা মামুন ভেড়ামারা মধ্য বাজার গ্রামের মৃত,আবুল হোসেন (কোম্পানি’র) মেজ ছেলে। ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচ সংগঠনের পর পর ২বার সভাপতি।মধ্যবাজার চলন্তিকা ক্রীড়া চক্র’র সভাপতি ও ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির কোষাদক্ষ ছিলেন।
প্রিন্ট