ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। আটক হওয়া নুরুল ইসলাম (৫০) মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বলছে তাকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় নুরুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা গেছে। ওই সভায় আওয়ামী লীগপন্থী অন্যান্য ইউপি চেয়ারম্যান ও উপস্থিত ছিলেন। এরপরই ছাত্রজনতার ক্ষোভের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। তিনি একই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। তবে কোন মামলা তা তিনি নিশ্চিত করে বলেননি।
প্রিন্ট