করোনা মহামারিতে বিপর্যস্ত অসহায় ও দুস্থদের মাঝে ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবলীগের উদ্যোগে প্রায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা যুবলীগের কার্যালয়ে এই কর্মসূচী আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা যুবলীগেরআহ্বায়ক হাসমত হোসেন তপন বলেন, মানুষের জীবন রক্ষায় সরকার ঘোষিত লকডাউনে এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে সে জন্য আলফাডাঙ্গা যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসানের সার্বিক সহযোগীতায় আমাদের এ কর্মসূচি অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক এস এম জানে আলম জনি, সদস্য রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, শাহিন মিয়া, মো: রিপন ও সজিব মিয়া প্রমুখ।
প্রিন্ট