মোঃ মানোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি
বিএনপি সরকারের উদারতার কারণে জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তবুও জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছেন। ভারত এখন জামায়াতের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর আব্দুল ওয়াহেদ মন্ডল এর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগনের ভোটাধিকার হরণ করেছিলো তাই দ্রুত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই জুলাই আগস্টে শহীদের ঋন কিছুটা হলেও শোধ হবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশ ও জনগণের বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনা ভারতের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে বছরের পর বছর ক্ষমতায় থেকেছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা পুলিশ কে নির্বিচারে গুলি করার লাইসেন্স দিয়েছিলো। হিটলারের চেয়েও জঘন্য ছিলেন শেখ হাসিনা। কারণ হিটলার দেশের টাকা পাচার করেনি কিন্তু শেখ হাসিনা প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আবু সাইদ চাঁদ আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি, এ্যাডঃ এরশাদ আলী আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি, জাহেদুর রহমান জাহিদ সদস্য কেন্দ্রীয় কমিটি বিএনপি, ডিএম জিয়াউর রহমান আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি, কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি সহ প্রমূখ।
তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সহ পুঠিয়া, দুর্গাপুর, নলডাঙ্গা উপজেলা বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৩ সালের ৭ ফেব্রুয়ারী সকাল ৯টায় তাহেরপুর বাজারে পূর্ব বাংলা কমিউনিস্ট এমএল লাল পতাকা সর্বহারাদের হাতে প্রকাশ্যে খুন হন তাহেরপুর কলেজের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মন্ডল।
প্রিন্ট