মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
১০ ফেব্রয়ারি রাতে উপজেলার ডুমাইন ও কামারখালী ইউনিয়নে অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন (৫৮) ও কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের খন্দকার ওমর ফারুক এর ছেলে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশেক মোঃ তারেক ওরফে শান্ত (৪৫), তারা ছাত্র-জনতার উপর হামলার মামলায় আসামী। মামলা নং ০৪ তারিখ ৮ অক্টোবর ২০২৪।
১১ ফেব্রুয়ারি সকালে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, তাদেরকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করে ৫আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার নেতাদের উপর হামলার একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট