রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
অপারেশন ডেবিল হান্ট বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলীম সরকার, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি হোসেন ও ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কর্মী বাছেদ মিয়া।
এ বিষয়প রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অপারেশন ডেবিল হান্ট অভিযানে উপজেলার রূপগঞ্জ সদর এলাকা থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলীম সরকার, আড়িয়াবো এলাকা থেকে ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি হোসেন ও ভুলতা থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কর্মী বাছেদকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট