সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় অপারেশন ডেভিল হান্ট চলাকালে ১ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল রশিদ মোল্লা। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের সোলায়মানন মোল্লার পুত্র।
সোমবার সকালে জেলা পুলিশের একটি চৌকশ টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং ৩, তাং ১০/২/২০২৫, ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার ১৫(১) ও ১৫(৩)। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান জানায়, ধৃত রশিদ মোল্লা তার নিজ গ্রামে লিফলেট বিতরণ করে এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছিলো। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
প্রিন্ট