ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী দিনে সাংবাদিক এম এ কাদের’কে জনসেবায় সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র ৩ মনোনয়ন প্রত্যাশী Logo রাজশাহী-১ আসনে মামা-ভাগনে মনোনয়ন যুদ্ধঃ মামা এগিয়ে Logo মাগুরাতে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত Logo হারাগাছের বানুপাড়ায় অটোর ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীর Logo ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র Logo হরিপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর Logo নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্তঃ -আবুল কালাম আজাদ Logo যত বড় নেতাই হন না কেন- অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে হবে নাঃ -অমিত Logo র‌্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ; গ্রেফতার ০৫
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

শাহবাগে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।

 

এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

সমাবেশে সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, “সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করেছে?”

 

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণ না করা হয়, আমরা আবার রাজপথে নামবো।”

 

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদরাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামী দিনে সাংবাদিক এম এ কাদের’কে জনসেবায় সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী

error: Content is protected !!

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

শাহবাগে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।

 

এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

সমাবেশে সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, “সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করেছে?”

 

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণ না করা হয়, আমরা আবার রাজপথে নামবো।”

 

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদরাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


প্রিন্ট