হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠ হতে শুরু করে পরিষদের পেছনের রাস্তা হয়ে পুরাতন বাজার ঘুরে মাঠ পর্যন্ত গিয়ে শেষ হবে। এতে ৩টি ক্যাটাগরীতে (১৮-৩০, ৩১-৪০, ৪১ তদূর্ধ্ব) ৩০ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন জানান, ‘সুস্থতার জন্য দৌড়’ সবার জন্য প্রযোজ্য, ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি সকলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রিন্ট