মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীতে নূরানী মডেল মাদরাসা এবং মিশকাতুল উলূম মাদানী মাদরাসার তাফসিরুল কুরআনে হাফেজ, হাফেজাদের পাগড়ী, হিজাব পুরস্কার ও ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত (১৮ জানুয়ারি) মাদরাসা দুটির পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খানের পরিচালনায় “১০ জন হাফেজ” ছাত্রদের পাগড়ী প্রদান ও “২৩ জন হাফেজা” ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে গাবতলী মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার কেন্দ্রীয় অফিস সম্পাদক ও সাবেক নরসিংদী জেলার আমীর, বাংলাদেশ জামাতি ইসলামী তিনি বলেন, স্বৈরাচারী সরকার ও তার দোসরদের ছাড়া। আমরা শুধু জামাতি ইসলামীই নয়, সব দলের নেতা কর্মী, দেশের সাধারণ জনগণও তাদের নির্যাতন থেকে ছাড় পায়নি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের দাওয়াত প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেই। আমরা হিংসা বিবাদ বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে একসাথে মিলেমিশে কাজ করি।
তিনি আরো বলেন, আগামী মাসের ১৪ ফেব্রুয়ারি নরসিংদীতে জামাতী ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় বাংলাদেশের জামাতী ইসলামীর সম্মানিত আমীর ও গণমানুষের নেতা ডাঃ শফিকুর রহমান নরসিংদীতে আসবেন ওই জনসভায় আমরা সবাই উপস্থিত হয়ে ইসলামের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই এবং সরাসরি সবাই যাতে ওনাকে দেখে ওনার কথাগুলো শুনতে পারি।
আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ফারুক উদ্দিন ভূঁইয়া, প্রধান আলোচক মাওলানা মোছলেহুদ্দীন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা, প্রধান পৃষ্ঠপোষক ইবরাহিম ভূঁইয়া, উদ্বোধক মোঃ ফরহাদ হোসেন, সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন আল মাদানী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম শামসুদ্দীন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী, হযরত মাওলানা আবুল হাশেম মোল্লা, হযরত মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান, হযরত মাওলানা আব্দুল মোমেন আয়ূবপুরীসহ অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন।
অবশেষে অনুষ্ঠানে উপস্থিতি সবাই, ১০ জন হাফেজ ছাত্রদের পাগড়ী ও ২৩ জন হাফেজা ছাত্রীদের হিজাব উপহার দেন।
প্রিন্ট