রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে দেড় কেজি গাঁজা সহ সোহেল কাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত সোহেল কাজী রতনদিয়া-চরদৈতরকাঠী গ্রামের মুছাক কাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছেন; মামলা নং ১৮।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৮.০১.২৫) সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহেল কাজীর ঘর তল্লাসী করে দেড় কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৯ জনের একটি টিম সোহেলের বাড়িতে যাই। পরে তার ঘর ঘেরাও করে তল্লাসী করে তার শয়ন কক্ষ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে পালাতে গেলে তাকে সঙ্গীয় ফোর্স আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন মামলার কাজ শেষ করে আজই আসমীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বোয়ালমারী থানার ডিউটিরত কর্মকর্তা শফিকুল আলম বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থা আদালতে প্রেরণ করেবে।
প্রিন্ট