রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (০৮.০১.২৫) বিকেলে উপজেলার সৈয়দপুর বাজার খেলার মাঠে এ সমিতির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ সভায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নাজরিন জাহান, ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্বাস শেখ, সাধারণ সম্পাদক মো মান্দার ফকির।
ফকির মো. নাসিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডির সিও মনোরঞ্জন মজুমদার, জেনারেল ফ্যাসিলিটেটর সাফফাত আল সিফাত, ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সদ্য নির্বাচিত সহসভাপতি এনামুল ঠাকুর, কোষাধক্ষ্য জিয়া বাওয়ালী, সদস্য হাসান মোল্লা, হোসাইন, ফকির মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহমান, হাফিজ খন্দকার, হাসিনা বেগম, ফরিদা ইয়াসমিন, ইয়াসমিন বেগম প্রমুখ।
প্রিন্ট