মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। দফায় দফায় এ দেশের ক্ষমতায় বসে জনগণের আমানত তারা খেয়ানত করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ‘বিশাল কর্মী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিবুর রহমান বলেন, ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। জাতিকে কমবেশি সবাই কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি দিয়েছে এ ফ্যাসিসবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছেন। দেশের ১৮ কোটি মানুষের উপর জুলুম করেছে এ ফ্যাসিবাদ সরকার। তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম হত্যা করেছে। আমাদের সন্তানদের হাতুড়ি বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে।
২০০৬ সালে ক্ষমতায় আসার আগে লগি-বৈঠার তাণ্ডব চালানো হয় উল্লেখ করেন ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত জঘন্য এই ঘটনা থেকে অনুমান করা যায়। এরপর ক্ষমতায় এসে একের পর এক দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। শেষ দিন ৫ আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে।
কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।
প্রিন্ট