ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, স্বর্ণালংকার লুট Logo রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার Logo ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি Logo সিংড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ২ Logo বিজিবির বাবুর্চী বাসারুলের বিরুদ্ধে ল্যান: নায়েক পরিচয়ে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ Logo কুষ্টিয়ায় মিল বন্ধ দীর্ঘদিন, তবুও বরাদ্দ তালিকায় মিলের নাম Logo কুষ্টিয়ায় জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করল ছাত্রদল Logo আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে শীতবস্ত্র প্যাকেজ বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম Logo পাংশায় রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফ্যাসিবাদ ক্ষমতায় এসে তাণ্ডব চালিয়েছেঃ -ডা. শফিকুর রহমান

মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। দফায় দফায় এ দেশের ক্ষমতায় বসে জনগণের আমানত তারা খেয়ানত করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ‘বিশাল কর্মী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিবুর রহমান বলেন, ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। জাতিকে কমবেশি সবাই কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি দিয়েছে এ ফ্যাসিসবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছেন। দেশের ১৮ কোটি মানুষের উপর জুলুম করেছে এ ফ্যাসিবাদ সরকার। তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম হত্যা করেছে। আমাদের সন্তানদের হাতুড়ি বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে।

 

২০০৬ সালে ক্ষমতায় আসার আগে লগি-বৈঠার তাণ্ডব চালানো হয় উল্লেখ করেন ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত জঘন্য এই ঘটনা থেকে অনুমান করা যায়। এরপর ক্ষমতায় এসে একের পর এক দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। শেষ দিন ৫ আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

error: Content is protected !!

ফ্যাসিবাদ ক্ষমতায় এসে তাণ্ডব চালিয়েছেঃ -ডা. শফিকুর রহমান

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। দফায় দফায় এ দেশের ক্ষমতায় বসে জনগণের আমানত তারা খেয়ানত করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ‘বিশাল কর্মী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিবুর রহমান বলেন, ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। জাতিকে কমবেশি সবাই কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি দিয়েছে এ ফ্যাসিসবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছেন। দেশের ১৮ কোটি মানুষের উপর জুলুম করেছে এ ফ্যাসিবাদ সরকার। তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম হত্যা করেছে। আমাদের সন্তানদের হাতুড়ি বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে।

 

২০০৬ সালে ক্ষমতায় আসার আগে লগি-বৈঠার তাণ্ডব চালানো হয় উল্লেখ করেন ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত জঘন্য এই ঘটনা থেকে অনুমান করা যায়। এরপর ক্ষমতায় এসে একের পর এক দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। শেষ দিন ৫ আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।


প্রিন্ট