ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু    Logo তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুর পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা ও ২ জন দালাল আটক Logo দুর্নীতিবাজ-মাফিয়াদের রাজনীতি চাই না”— ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা Logo কুষ্টিয়ায় পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান Logo চাঁপাইনবাবগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল Logo কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র-মাদকসহ আটক ১ Logo কুষ্টিয়া পৌরসভার গেটে আবর্জনা ফেলে কর্মবিরতিতে পরিচ্ছন্নতা কর্মীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে মামলাটি করেন।

 

মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। তবে মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ও মামলার বাদী।

 

স্থানীয়রা জানান, মাস খানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নেয় দুর্বৃত্তরা। প্রায় ৩০-৪০ বছর বয়সী মেহগুনি ও শিশু গাছগুলো প্রায় ১০-১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র।

 

মামলার বাদী আবুল হোসেন বলেন, “রাতের আধারে প্রায় এক কিলোমিটার সড়কের পাশ থেকে ১৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। গাছগুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”

 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “করাতকল মালিককে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১৫-২০ জন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “সরকারি গাছ কাটার ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে মামলাটি করেন।

 

মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। তবে মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ও মামলার বাদী।

 

স্থানীয়রা জানান, মাস খানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নেয় দুর্বৃত্তরা। প্রায় ৩০-৪০ বছর বয়সী মেহগুনি ও শিশু গাছগুলো প্রায় ১০-১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র।

 

মামলার বাদী আবুল হোসেন বলেন, “রাতের আধারে প্রায় এক কিলোমিটার সড়কের পাশ থেকে ১৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। গাছগুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”

 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “করাতকল মালিককে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১৫-২০ জন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “সরকারি গাছ কাটার ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।”


প্রিন্ট