আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:০৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২২, ২০২৪, ২:৩৯ পি.এম
সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে মামলাটি করেন।
মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। তবে মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ও মামলার বাদী।
স্থানীয়রা জানান, মাস খানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নেয় দুর্বৃত্তরা। প্রায় ৩০-৪০ বছর বয়সী মেহগুনি ও শিশু গাছগুলো প্রায় ১০-১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র।
মামলার বাদী আবুল হোসেন বলেন, "রাতের আধারে প্রায় এক কিলোমিটার সড়কের পাশ থেকে ১৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। গাছগুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।"
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, "করাতকল মালিককে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১৫-২০ জন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।"
আরও পড়ুনঃ সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক, হয়রানী হচ্ছে এলাকাবাসীঃ বিব্রত পুলিশ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, "সরকারি গাছ কাটার ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha