বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই দেশীয় রাজাকার, আলবদর, এবং আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তা বিনির্মাণের পথে এক অন্ধকার আঁকা হয়েছিল। বক্তারা বলেন, এই ইতিহাসের ধারাবাহিকতা আজও বিদ্যমান, যা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উঠে আসে।
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসে, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মতো লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ দিবস পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুনিরা পারভীন।
অনুষ্ঠানে বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কবি হামিদ মোহাম্মদ, কবি শামীম আজাদ, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য মারুফ চৌধুরী, মানবাধিকার কর্মী আবদুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ এনাম, গোলাব আলী, জাসদের মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, সহ-সভাপতি জামাল আহমদ খান, আমরা একাত্তরের স্বপন চক্রবর্তী, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, কাউন্সিলর অজন্তা দেব রায়, সহ-সভাপতি স্মৃতি আজাদ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রাজ, সহ-সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাতিরুল হক সরদার, উর্মি মাযহার, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, এনামুল হক জুবের, শাহাব উদ্দীন বাচ্চু, এডভোকেট রুমানা, এফ টি জিনিয়া, শফিকুর রহমান, আহমদ ফখর কামাল, এডভোকেট আনিছুর রহমান আনিছ, সুয়েজ মিয়া, কিবরিয়া আহমদ, জয়নাল আবেদিন, হেলাল আহমদ।
আলোচনায় বক্তারা বারবার উল্লেখ করেন, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৭১-এর পরাজিত শক্তি বারবার সেই চেতনায় আঘাত হেনেছে। তবে বাংলাদেশের মানুষ সেই আঘাত ব্যর্থ করে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শই জয়ী হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহী মুক্ত দিবস: স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাবের আয়োজন
বক্তারা বলেন, “আমরা ব্যর্থ হয়েছি ঘাতকদের সাজা নিশ্চিত করতে, আমরা ব্যর্থ হয়েছি এদের চিহ্নিত করতে, তাই এই পরাজিত শক্তি বারবার ফিরে ফিরে আসছে। মুক্তিযুদ্ধই বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধই বাঙালির আত্মপরিচয়। আঁধার কেটে যাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সগর্বে মাথা উঁচু করে থাকবে।”
প্রিন্ট