অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ আঞ্চলিক শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে সূর্যোদয়ের সাথে সাথে অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভসূচনা করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তির সোপান পাশে বিজয় র্যালি প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ কালুখালীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
এ সময় অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ আঞ্চলিক অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোছাঃ হাওয়া খাতুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং আঞ্চলিক অফিসার সমিতির সদস্যবৃন্দসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট