চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে বুধবার (১২ ডিসেম্বর) উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া গেছে। লাশটি বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম সাকুরা গ্রামের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক পুত্র সাজ্জাদ হোসেন পারভেজ (২৫), যাকে পরিচিতি অনুসারে “লেদু” বলা হতো।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন পারভেজ, যাকে লেদু নামেও জানত এলাকাবাসী, আনুমানিক ১০ বছর আগে তার বাবা আহাম্মদ নুরের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তার বয়স ছিল ১৫ বছর। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।
ঘটনার দিন, বাদী (লেদুর বোন সালমা আক্তার) খবর পান যে তার পালক ভাই সাজ্জাদ হোসেন পারভেজ (লেদু) ফতেয়াবাদ স্কুল মাঠে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় আব্দুল্লাহ আল নাঈম, মো. মুছা কাজেম এবং ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ফতেপুর ইউনিয়নের একটি মাদ্রাসা মাঠে তুচ্ছ এক ঘটনায় (সাইকেল চুরি) সাজ্জাদ হোসেন পারভেজকে মারধর করে গুরুতর আহত করে। পরদিন (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফতেয়াবাদ স্কুল মাঠে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত লেদুর বোন সালমা আক্তার (৪০) বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—
আব্দুল্লাহ আল নাঈম (১৯),
মো. মুছা কাজেম (৩৭),
এবং অজ্ঞাত ১৫/২০ জন অন্যান্য বিবাদী।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন অভিযুক্ত— আব্দুল্লাহ আল নাঈম এবং মো. মুছা কাজেমকে আটক করেছে।
এদিকে, বুধবার সকালে স্থানীয়রা ফতেয়াবাদ স্কুল মাঠে আনুমানিক ২৬/২৭ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাশটি প্রেরণ করে।
আরও পড়ুনঃ যথাযোগ্য মর্যাদায় ১১ ডিসেম্বর ঐতিহাসিক তানোর দিবস উদযাপন
হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বুধবার রাত সাড়ে এগারটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট