বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
.
সোমবার বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় বোয়ালমারী উপজেলা ফুটবল একাদশ বনাম মুকসুদপুর ফুটবল একাদশ। খেলার শুরুতেই বৃষ্টি নামলেও উৎসাহী দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
.
উল্লেখ্য, ৮ দলীয় এই টুর্নামেন্টের খেলা প্রতি সোমবার ও শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের মাঝামাঝি সময়ে মুকসুদপুর ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায়।
.
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাজী এহতেশামুল হক (লিটন কাজী)।
.
জয়পাশা ইউনিক স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাজাহান মাতুব্বর, ৪নং ওয়ার্ড সদস্য সৈয়দ বালা মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য মো. কামাল শেখ এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জাবেদা বেগম প্রমুখ।
প্রিন্ট