বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার সকালে সে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতের উদ্দেশে বেনাপোল ইমিগ্রেনে আসেন। তার পাসপোর্ট নং অ ০৩৫৬৬৫৩৯-বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামে। তার পিতার নাম মোঃ জয়নাল আবেদীন।
.
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল আজ যুবলীগের কেন্দ্রীয় নেতা ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে জামিল আহমেদ তার পাসপোর্টটি ইমিগ্রেশন ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা আছে। তার মামলা নং ৯/৪০৭ তারিখ ০৭/১১/২০২৪ মামলার ধারা নং১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩৮০/৪২৭/৪৩৬/৫০০/৫০৬/১১৪/৩৪ ।
.
ইমিগ্রেশন পুলিশ সব সময় সতর্ক রয়েছে। যাতে করে কোনো সন্ত্রাসী বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে। আটক যুবলীগ নেতা কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
.
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া বলেন, যেহেতু গোবিন্দগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে সেহেতু তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।
মোঃ সাজেদুর রহমান, বেনাপোল।
তারিখঃ ১৯/০৫/২৫।
প্রিন্ট