আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় সোমবার (১৯ মে, ২০২৫) সকালে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সর্ঘষে একই পরিবারের আহত তিন জনের একজন জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সোমবার (১৯-০৫-২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে কথা হলে নিহতের মামাতো ভাই রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এদিন বিকেল ৫টায় আইসিইউতে চিকিৎসাীন অবস্থায় মারা গেছেন। নিহতের স্ত্রী ও মেয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।
.
সোমবার(১৯-০৫-২০২৫)সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়া পাড়া এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন- লালপুর উপজেলার বেরিলা বাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) তার স্ত্রী জেসমিন আক্তারি (২৪) ও ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
.
জানা যায়, সোমবার সকালে একই মোটরসাইকেলে বাঘার গ্রীন হ্যাভেন স্কুলে নার্সারিতে পড়–য়া মেয়ে উম্মে তুরাইফাকে নিয়ে আসছিলেন স্বামী-স্ত্রী।
.
পথিমধ্যে সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপারসনি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন তারা। এসময় ডান পায়ের হাটুর উপরের অংশ থেকে বিছিন্ন হয়ে যায় জাহেদুল ইসলাম(শান্ত’র ও তার মেয়ে উম্মে তুরাইফার। জেসমিন আক্তারিও ডান হাতের হাড় ভেঙে আহত হন ।
.
মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র শ্যালক আবিদ হাসান জানান, সন্তান সম্ভাবনা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ও উম্মে তুরাইফাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জাহেদুল ইসলাম(শান্ত) হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।
.
অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট