মোঃ জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামী আব্দুস সাত্তারের মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ভুক্তভোগী তিনজনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহল,ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ভূরুঙ্গামারী উপজেলার পতিত আওয়ামীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক শফিকুল ইসলাম শফি ও বাবুল জামান সহ কুড়িগ্রামের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভুরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের কুড়ারপাড় বাজারে সচেতন সমাজ ও ভুক্তভোগী পরিবারের আহ্বানে তিন শতাধিক নারী-পুরুষের ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মামলাবাজ আনোয়ার হোসেনের নেতৃত্ব দায়ের করা একাধিক মিথ্যা মামলার প্রতিবাদ করে এলাকাবাসী।
মানববন্ধনের এ সংবাদটি ১০ ও ১১ নভেম্বর এশিয়ান টেলিভিশন, চাঁদনীবাজার, আনন্দবাজারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় গুরুত্বসহকারে প্রচার ও প্রকাশ হয়েছে। পরে প্রকাশিত সংবাদে মানহানীর অভিযোগ এনে ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইবুনালে মামলা করে বাদী আনোয়ার।
প্রিন্ট