কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪- ২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ ও ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এসব চেক তুলে দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি তাঁদের কর্মস্থল থেকে হতে হবে। আর সাংবাদিকদের নানা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে রাষ্ট্র। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি।
কল্যাণ ট্রাস্টের ফান্ডের অপব্যবহারের সমালোচনা করে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। কোনো রকম বাছবিচার ছাড়াই ১৪ হাজার সাংবাদিককে ৫০ কোটি টাকা বিলিয়ে দিয়েছে। এসব টাকার বেশিরভাগই প্রকৃত সাংবাদিকরা পাননি। এখন পেশাদার সাংবাদিকরাই যাতে কল্যাণ ফান্ডের সুফল পেতে পারেন সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে। সাংবাদিকদের কল্যাণে নতুন ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারা দেশে কর্মরত সত্তরোর্ধ্ব প্রবীন সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
মুহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, ফ্যাসিবাদী সরকার বিগত ১৫ থেকে ১৬ বছরে দেশে গণমাধ্যমকে এমন জায়গায় নিয়ে গেছে, যে চাপের কারণে গণমাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। গণমাধ্যম তাদের চরিত্র হারিয়েছে। ফলে গণমাধ্যমগুলো রুগণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের উপ- পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। অনুষ্ঠানে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
প্রিন্ট