গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬৭ জন আর এই সময়ে করোনায় মারা গেছে একজন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এ প্রাণহানি হয়েছে ২১০জনের।
এদিকে সোমবার থেকে শুরু হওয়া ফরিদপুরের চার পৌর শহরের কঠোর বিধিনিষেধ আরোপের ৬ষ্ঠ তম দিন চলছে। নতুন করে জেলার সদরপুর এলাকাকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা, মধুখালী পৌর শহর এবং সদরপুর উপজেলা এলাকায় এই বিধি নিষেধ জারি করে জেলা প্রশাসন।
এই সকল এলাকার সকল ধরনের যানচলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পন্ন বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৫ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৬৭। আক্রান্তের হার ৪৪.৩৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮০জন, সুস্থ হয়েছে ১০ হাজার ৮১৭ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মহামারির এই সমেয় আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল না হলে চরম মূল্য দিতে হবে। এই জন্য সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, জেলায় সর্বত্র চেষ্টা করা হচ্ছে মাস্ক ব্যবহার এবং মানুষকে নিরাপদে রাখতে।
প্রিন্ট