ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে মরিচগুঁড়া ছিটিয়ে আবারও ৫টি গরু ছিনতাই

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার

কুষ্টিয়ার কুমারখালীতে মহাসড়কে চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ধরনের অপরাধের ঘটনা এটি দ্বিতীয়বার, এর আগে গত ১৬ নভেম্বর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একইভাবে পাঁচটি গরু ডাকাতি করা হয়।

ঘটনার বিস্তারিত

ভুক্তভোগীরা হলেন, গরুর মালিক ফরিদপুরের ভাঙ্গা থানার চকিঘাটা এলাকার রিপন শেখ (২৯) এবং পিকআপ ভ্যানের চালক জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকার ফারুক হোসেন (৫২)। গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায়ও চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ডাকাতদের হামলায় গরু ব্যবসায়ী বাবা-ছেলে ও পিকআপভ্যান চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য ছিল সাড়ে ৩ লাখ টাকা।

নতুন ডাকাতির ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে পাঁচটি গরু কিনে একটি পিকআপ ভ্যানে করে ফরিদপুরে ফিরছিলেন। রাত ১২টার দিকে কুষ্টিয়ার লাহিনীপাড়া এলাকায় সাত-আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ডাকাতরা সামনের গ্লাস ভেঙে ফেলে এবং গরুর মালিক ও চালককে মারধর করে তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু ট্রাকে তুলে নেয়। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য অন্তত ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ বলেন, “অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গিয়েছিলাম। সেখান থেকে পাঁচটি গরু কিনে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমরা দুজনই ছিলাম গাড়িতে। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা দুটি পিকআপ ভ্যানে গরুগুলো নিয়ে গেছে। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।”

 

আরও পড়ুনঃ লালপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে দুস্থ রোগীদের বিনামূল্যে চোখ অপারেশন

 

পুলিশের পদক্ষেপ

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে। বর্তমানে আমরা গরুর মালিক ও পিকআপ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের সন্দেহ, এটি কোনো সাজানো নাটক হতে পারে, সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।”

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে মরিচগুঁড়া ছিটিয়ে আবারও ৫টি গরু ছিনতাই

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার

কুষ্টিয়ার কুমারখালীতে মহাসড়কে চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ধরনের অপরাধের ঘটনা এটি দ্বিতীয়বার, এর আগে গত ১৬ নভেম্বর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একইভাবে পাঁচটি গরু ডাকাতি করা হয়।

ঘটনার বিস্তারিত

ভুক্তভোগীরা হলেন, গরুর মালিক ফরিদপুরের ভাঙ্গা থানার চকিঘাটা এলাকার রিপন শেখ (২৯) এবং পিকআপ ভ্যানের চালক জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকার ফারুক হোসেন (৫২)। গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায়ও চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ডাকাতদের হামলায় গরু ব্যবসায়ী বাবা-ছেলে ও পিকআপভ্যান চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য ছিল সাড়ে ৩ লাখ টাকা।

নতুন ডাকাতির ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে পাঁচটি গরু কিনে একটি পিকআপ ভ্যানে করে ফরিদপুরে ফিরছিলেন। রাত ১২টার দিকে কুষ্টিয়ার লাহিনীপাড়া এলাকায় সাত-আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ডাকাতরা সামনের গ্লাস ভেঙে ফেলে এবং গরুর মালিক ও চালককে মারধর করে তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু ট্রাকে তুলে নেয়। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য অন্তত ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ বলেন, “অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গিয়েছিলাম। সেখান থেকে পাঁচটি গরু কিনে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমরা দুজনই ছিলাম গাড়িতে। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা দুটি পিকআপ ভ্যানে গরুগুলো নিয়ে গেছে। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।”

 

আরও পড়ুনঃ লালপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে দুস্থ রোগীদের বিনামূল্যে চোখ অপারেশন

 

পুলিশের পদক্ষেপ

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে। বর্তমানে আমরা গরুর মালিক ও পিকআপ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের সন্দেহ, এটি কোনো সাজানো নাটক হতে পারে, সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।”

 


প্রিন্ট