ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়ার কুমারখালীতে মহাসড়কে চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ধরনের অপরাধের ঘটনা এটি দ্বিতীয়বার, এর আগে গত ১৬ নভেম্বর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একইভাবে পাঁচটি গরু ডাকাতি করা হয়।
ঘটনার বিস্তারিত
ভুক্তভোগীরা হলেন, গরুর মালিক ফরিদপুরের ভাঙ্গা থানার চকিঘাটা এলাকার রিপন শেখ (২৯) এবং পিকআপ ভ্যানের চালক জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকার ফারুক হোসেন (৫২)। গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায়ও চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ডাকাতদের হামলায় গরু ব্যবসায়ী বাবা-ছেলে ও পিকআপভ্যান চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য ছিল সাড়ে ৩ লাখ টাকা।
নতুন ডাকাতির ঘটনা
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে পাঁচটি গরু কিনে একটি পিকআপ ভ্যানে করে ফরিদপুরে ফিরছিলেন। রাত ১২টার দিকে কুষ্টিয়ার লাহিনীপাড়া এলাকায় সাত-আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ডাকাতরা সামনের গ্লাস ভেঙে ফেলে এবং গরুর মালিক ও চালককে মারধর করে তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু ট্রাকে তুলে নেয়। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য অন্তত ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগীর বক্তব্য
ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ বলেন, "অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গিয়েছিলাম। সেখান থেকে পাঁচটি গরু কিনে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমরা দুজনই ছিলাম গাড়িতে। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা দুটি পিকআপ ভ্যানে গরুগুলো নিয়ে গেছে। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।"
আরও পড়ুনঃ লালপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে দুস্থ রোগীদের বিনামূল্যে চোখ অপারেশন
পুলিশের পদক্ষেপ
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, "ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে। বর্তমানে আমরা গরুর মালিক ও পিকআপ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের সন্দেহ, এটি কোনো সাজানো নাটক হতে পারে, সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha