রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিনামূল্যে ৮০ জন গরীব ও দুস্থ রোগীর চোখে আলো ফেরাতে সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট এর সহযোহিতায় বুধবার ও বৃহস্প্রতিবার (৪ ও ৫ ডিসেম্বর) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী গরীব ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও চোখের ছানি অপারেশন সেবা দেওয়া হয়। জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং ঢাকা মোবাইল আই হসপিটাল লিমিটেডের কারিগরি সহায়তায় সাত সদস্যের মেডিকেল টিম অপারেশন কার্যক্রমে নেতৃত্ব দেন। ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর চেয়াম্যান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
এ সময় উপস্থিত ছিলেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট -এর ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমান, ডিরেক্টর সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, আসলাম উদ্দীন এবং দুলাল উদ্দীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, “গতকাল বুধবার এবং আজকে অত্র প্রতিষ্ঠানে একটি আই ক্যাম্প করা হয়। সেখানে এক হাজার ৩৫০ জন রোগীর চোখ পরীক্ষা করে ১১৫ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৮০ জনের চোখে অপারেশন করা হয়েছে।”
ভ্রাম্যমাণ এমন চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রহিমপুর গ্রামের তানজিলা বেগম (৪৩) বলেন, “গতকাল আমার মায়ের চোখ পরীক্ষা করতে এনেছিলাম। ডাক্তাররা চোখ পরীক্ষা করে ছানি অপারেশনের কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে আমার মায়ের চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। বিনামূল্যে চোখের সেবা পেয়ে আমরা খুব খুশি।”
প্রিন্ট