ফরিদপুরের নগরকান্দায় রাতের আধারে সংখ্যালঘুর জায়গা দখল করে রাস্তা নির্মান করেন পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আঃ সোবহান মিয়া। শুধু জায়গা নয়, উক্ত জায়গায় আড়াইশত মেহগনি গাছের বাগান ভেকু দিয়ে ভেঙ্গে তছনছ করা হয়।
২৪ জুন প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকায় “সংখ্যালঘুর জায়গা দখল করে রাস্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সেই সংখ্যালঘুর জায়গা ভরাট করে দেওয়া হয়েছে। এবং তার গাছের ক্ষতি পূরন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নগরকান্দায় রাতে সংখ্যালঘুর জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ
ভূক্তভোগী নীল কান্ত সরকার ইউএনওর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে ইউএনও স্যার যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাতে সন্তুষ্ট হয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত জায়গা ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা ভাইস-চেয়ারম্যান চুন্ন শেখকে প্রধান করে উপজেলা বন কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তাকে নিয়ে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি করা হয়েছে। এই কমিটি তদন্ত করে তার ক্ষতির পরিমান নির্ধারন করবেন। সেই মোতাবেক ২৫ জুন তারিখের মধ্যে ভূক্তভোগীকে ক্ষতি পূরন চেয়ারম্যান পরিশোধ করবেন।
উল্লেখ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে পুরাপাড়া ইউনিয়নের বাগাট থেকে ছোট কুমারদিয়া গ্রাম অভিমুখে মাটির রাস্তা সংস্কারে ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্ধ দেয়। পুরাপাড়া ইউপি চেয়ারম্যানের খামখেয়ালি পানায় প্রকল্পের রাস্তা বাদ দিয়ে সংখ্যালঘুর জায়গা দখল করে ভ্যেকু দিয়ে রাতের আধারে নতুন রাস্তা নির্মান শুরু করেন।
প্রিন্ট