জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালাই উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার প্রায় ৬ হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের স্লোগানে বাসস্ট্যান্ড চত্বর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানে কালাই উপজেলা শাখার আমীর মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং উপজেলা উলামা-মাশায়েখ সভাপতি মাওলানা মো. মোজাফ্ফর রহমান-এর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মো. গোলাম কিবরিয়া, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এসএম রাশেদুল আলম সবুজ, শুরা সদস্য মাওলানা নূরুজ্জামান সরকার, কালাই উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম, সিনিয়র নেতা মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক মো. আব্দুল আলীম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমতিয়াজ আলী, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সাহেব আলী, এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াত নেতারা।
বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণদের এমন শিক্ষা দিতে চায়, যাতে তারা আল্লাহর ভয় পায়, মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং দেশকে ভালোবাসতে শেখে। জামায়াত এমন একটি বাংলাদেশ চায় যেখানে হিংসা, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থাকবে না। জামায়াত দেশের ১৮ কোটি মানুষের পক্ষে একটি শান্তিপূর্ণ, ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।”
তারা আরও বলেন, “যারা দেশে অস্ত্র নিয়ে মানুষের ওপর গুলি চালিয়েছিল, তাদের আর ভোট চাওয়ার অধিকার নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ধরে জুলুম, নির্যাতন, খুন, গুম এবং অর্থ চুরির মতো অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে বিচার হবে এবং ন্যায়বিচারের মাধ্যমে তাদের অপরাধের শাস্তি দেওয়া হবে। জামায়াত বিশ্বাস করে, ন্যায়বিচার সবার জন্যই প্রয়োজন, এবং যারা অন্যায় করেছে তারা তাদের প্রাপ্য শাস্তি পাবে।”
আরও পড়ুনঃ অতিরিক্ত মূল্যে আলুর বীজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসা শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
প্রিন্ট