মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর সার্কিট হাউসে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এ সময় ফরিদপুর বিভাগীয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দল ও সবুজ দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক ও বাংলাদেশ বয়েজ এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান তপু।
এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য তরিকুল ইসলাম টিটু, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জি এম ফয়সাল রবিন, ক্রিকেট সংগঠক ও উদয়াচল ক্লাবের আম্পায়ার বিসিবি আল আলি (বাবু), নবীন সংঘ ক্লাবের কাজী তাবারকুল ইসলাম (আরিফ), ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, আজম খান, সদস্য রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ক্রিড়া সংগঠক জিয়াউর রহমান তপু। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুর বিভাগের ৫টি জেলার সমন্বয়ে আগামীকাল শনিবার ফরিদপুর স্টেডিয়ামে লাল দল ও সবুজ দলের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি ২০ ওভারের ম্যাচ হবে।
এছাড়া ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উত্তরের অংশ আয়োজন করা হবে। এতে ১০টি বিভাগ থেকে ১০টি দল অংশগ্রহণ করবে এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দুটি টিমও প্রতিযোগিতায় থাকবে।
এ সময় আয়োজকরা টুর্নামেন্টটি সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট