ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আরও  ২৭ জন Logo মুকসুদপুরে গ্রাম পুলিশ সদস্যদের ট্রাফিক আইনের প্রশিক্ষণ Logo পরিবেশ অধিদপ্তরের গাড়িচালক মিজানুর রহমানের বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের কোটি টাকার অভিযোগ Logo ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‌খাবার পানি ও স্যালাইন বিতরণ Logo ধর্ষণ চেষ্টার অভিযোগে তানোরে বিএনপি নেতার ভাই গ্রেফতার Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী এসএম শামীম (২৮)কে আটক করা হয়েছে। গতকাল, মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় এই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করে।

 

আটক শামীম ফরিদপুর সদরের মুরারীদহ এলাকার মৃত এসএম বিল্লাল শেখের ছেলে।

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাচ্ছিল। এসময় শামীম পরীক্ষার প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখালে, তারা প্রবেশপত্রে উল্লিখিত মূল পরীক্ষার্থীর ছবি এবং শামীমের চেহারার মধ্যে অমিল দেখতে পান। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”

 

জিজ্ঞাসাবাদের সময় শামীম স্বীকার করেন যে, তিনি মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তিনি আরও বলেন, বিকুল তালুকদার তাকে ১০ হাজার টাকায় চুক্তি করে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন।

 

পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শামীমের কাছ থেকে একটি ছোট ব্লুটুথ ডিভাইস এবং একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, যার গায়ে “Master Card” লেখা ছিল এবং নাম-নম্বরসহ কাগজের লেভেল লাগানো ছিল। এ ছাড়াও, মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃপক্ষ ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আরও  ২৭ জন

error: Content is protected !!

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী এসএম শামীম (২৮)কে আটক করা হয়েছে। গতকাল, মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় এই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করে।

 

আটক শামীম ফরিদপুর সদরের মুরারীদহ এলাকার মৃত এসএম বিল্লাল শেখের ছেলে।

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাচ্ছিল। এসময় শামীম পরীক্ষার প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখালে, তারা প্রবেশপত্রে উল্লিখিত মূল পরীক্ষার্থীর ছবি এবং শামীমের চেহারার মধ্যে অমিল দেখতে পান। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”

 

জিজ্ঞাসাবাদের সময় শামীম স্বীকার করেন যে, তিনি মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তিনি আরও বলেন, বিকুল তালুকদার তাকে ১০ হাজার টাকায় চুক্তি করে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন।

 

পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শামীমের কাছ থেকে একটি ছোট ব্লুটুথ ডিভাইস এবং একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, যার গায়ে “Master Card” লেখা ছিল এবং নাম-নম্বরসহ কাগজের লেভেল লাগানো ছিল। এ ছাড়াও, মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃপক্ষ ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।


প্রিন্ট