মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ দাবির প্লাকার্ড নিয়ে একাই রাজশাহী শহর ঘুরে বেড়িয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মহিলা দলের (সাবেক সভাপতি) রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার (১২-ই নভেম্বর) নগরীর সাহেববাজার এলাকায় তাকে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।
প্লাকার্ডে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’
তবে অপর দুই উপদেষ্টার নাম তার ব্যানারে লেখা ছিল না।
প্লাকার্ড নিয়ে সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। এটি সাধারণ মানুষের মধ্যে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে প্লাকার্ডটিতে আগুন ধরিয়ে দেন। এই সময় রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি।
এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। যা মেনে নেওয়া সম্ভব নয়, অবিলম্বে এদের অপসারণ করার দাবি জানান রাজশাহী মহিলা দলের এই নেত্রী
প্রিন্ট