ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাশিমপুরে পিতার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন, এলাকায় চাঞ্চল্য Logo শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণ মামলায় বিএনপি নেতা কারাগারে Logo ফরিদপুরের মধুখালিতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও অর্থ পাচার চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক Logo বালিয়াকান্দিতে উপজেলা দিবস উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত Logo ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে খাইরুল ইসলাম নীলুর স্মরণে “স্মরণ সভা” অনুষ্ঠিত Logo তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ Logo মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ Logo ঢাকা মিটফোর্ডে আলোচিত ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গংগাচড়ায় বিক্ষোভ Logo লালপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে Logo লালপুরে গোসাঁই আশ্রমে গোলাগুলির ঘটনায় আটক ২
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি জানান, “তার জামিন মঞ্জুর হয়েছে এবং মুক্তি পেতে কোনো বাধা নেই।”

 

গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর, ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ৭১ একর জমি কিনেছিলেন ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু। পরবর্তীতে ওই জমিতে প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয় এবং এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয়। এরপর জমি উদ্ধারের জন্য ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়, না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

 

এই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, দবিরুলের সহযোগী হিসেবে ২৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে।

 

 

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালে, তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাশিমপুরে পিতার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন, এলাকায় চাঞ্চল্য

error: Content is protected !!

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি জানান, “তার জামিন মঞ্জুর হয়েছে এবং মুক্তি পেতে কোনো বাধা নেই।”

 

গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর, ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ৭১ একর জমি কিনেছিলেন ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু। পরবর্তীতে ওই জমিতে প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয় এবং এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয়। এরপর জমি উদ্ধারের জন্য ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়, না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

 

এই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, দবিরুলের সহযোগী হিসেবে ২৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে।

 

 

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালে, তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।


প্রিন্ট