ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে যুবদল নেতার স্মরণসভায় মানুষের ঢল

নাটোরের লালপুরে ঢাকা আদাবর থানা যুবদলের প্রয়াত নেতা শহীদ আব্দুর রশিদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ স্মরণসভার আয়োজন করে।

 

স্মরণসভায় করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে এবং মো: আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জালাল মাতবর ও ছাত্রনেতা মো: ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো: মোশাররফ হোসেন।

 

এছাড়াও স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, আশরাফুল ইসলাম লুলু, শামসুন্নাহার পারুল, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

 

উল্লেখ্য, প্রয়াত আব্দুর রশিদ ঢাকা মহানগর উত্তর, আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০২৩ সালের ২৯ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মোহাম্মদপুর এলাকায় মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে পিটিয়ে একটি ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে। শহীদ আব্দুর রশিদ নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে।

 

স্মরণসভায় বক্তারা বলেন, ঢাকা আদাবর থানার যুবদল নেতা ও লালপুরের কৃতি সন্তান আব্দুর রশিদের হত্যার পেছনে লালপুর উপজেলা আওয়ামী লীগের মদদ ছিল। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ৪ আগস্ট যারা লালপুরে ছাত্র-জনতাকে হত্যা ও মারপিট করার জন্য লালপুর ত্রিমোহনি চত্বরে অস্ত্র নিয়ে বসেছিল, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

 

 

নেতারা আরও বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং দেশের উন্নত ভবিষ্যতের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন

error: Content is protected !!

লালপুরে যুবদল নেতার স্মরণসভায় মানুষের ঢল

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে ঢাকা আদাবর থানা যুবদলের প্রয়াত নেতা শহীদ আব্দুর রশিদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ স্মরণসভার আয়োজন করে।

 

স্মরণসভায় করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে এবং মো: আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জালাল মাতবর ও ছাত্রনেতা মো: ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো: মোশাররফ হোসেন।

 

এছাড়াও স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, আশরাফুল ইসলাম লুলু, শামসুন্নাহার পারুল, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

 

উল্লেখ্য, প্রয়াত আব্দুর রশিদ ঢাকা মহানগর উত্তর, আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০২৩ সালের ২৯ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মোহাম্মদপুর এলাকায় মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে পিটিয়ে একটি ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে। শহীদ আব্দুর রশিদ নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে।

 

স্মরণসভায় বক্তারা বলেন, ঢাকা আদাবর থানার যুবদল নেতা ও লালপুরের কৃতি সন্তান আব্দুর রশিদের হত্যার পেছনে লালপুর উপজেলা আওয়ামী লীগের মদদ ছিল। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ৪ আগস্ট যারা লালপুরে ছাত্র-জনতাকে হত্যা ও মারপিট করার জন্য লালপুর ত্রিমোহনি চত্বরে অস্ত্র নিয়ে বসেছিল, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

 

 

নেতারা আরও বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং দেশের উন্নত ভবিষ্যতের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।


প্রিন্ট