নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন হা-মীম তাবাসসুম প্রভা।
রবিবার (১০ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হা-মীম তাবাসসুম প্রভা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পাওয়ার আগে তিনি জেলার সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।
- আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার রাজপ্রাসাদ
প্রসঙ্গত, একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বদলিজনিত কারণে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।
প্রিন্ট