আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২৪, ৯:৫২ পি.এম
বাগাতিপাড়া উপজেলার নতুন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন হা-মীম তাবাসসুম প্রভা।
রবিবার (১০ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হা-মীম তাবাসসুম প্রভা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পাওয়ার আগে তিনি জেলার সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বদলিজনিত কারণে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha